“বিশ্ববিদ্যালয় বন্ধে অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা “
বাংলাদেশের শিক্ষাস্তরের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়। যেখানে পাবলিক ও প্রাইভেট মিলে প্রায় ১২ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত।এছাড়া আরো বড় অংকের শিক্ষার্থী রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে।গত ১৭ মার্চ থেকে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতির কারণে এই ছুটি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখতে বলেছে। তবে অনলাইনে শিক্ষার্থীদের উপস্থিতি খুব বেশি সন্তোষজনক নয় বলে দাবি অনেকের। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে দীর্ঘতা, একঘেয়েমি জীবন, অনলাইন ক্লাস অংশগ্রহণে সীমাবদ্ধতা, চাকরির অনিশ্চয়তা, সেশন জটের সম্ভাবনা ও শিক্ষার্থীদের নানামুখী চ্যালেঞ্জে নিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা।বলা চলে এক অনিশ্চিত জীবনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তাই দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক।
লেখকঃ মোত্তাকিন আহমেদ সাকিব,
শিক্ষার্থী,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,ঢাকা।
Leave a Reply