আজ শনিবার (১৮ জুলাই) বীর মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের পাবনা জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।সংগঠনটির নিজস্ব প্যাডে চেয়ারম্যান মোঃখালেদুজ্জামান ফরসিম ও ভারপ্রাপ্ত মহাসচিব কে এম জাহিদহাসান অতনু স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৬ সদস্য বিশিষ্ট এই কমিটিকে ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেয়া হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে মোঃ আসিফুজ্জামান আসিফ,
যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ মিরাজুল ইসলাম, এহসানুল হক অংগন,মোঃ হাবিবুর রশিদ কিশর,মোছাঃ আতিকা রহমান,মোছাঃ তাসফিয়া আনজুম কে এবং সদস্য সচিব হিসেবে সাদমান সরোয়ার বাঁধন মালিথাকে রাখা হয়েছে।এছাড়া কমিটিতে সদস্য হিসেবে মোঃ রুবায়ের হোসেন, তারেক
আরেফিন,আরমান,এস এম আরাফাত হাসান, তানভীর আহসান,মোঃ মাকসুদুল ইসলাম রিয়াদ,মোঃ রোহান আহমেদ, মোঃ রাহিবুল হক রাহিব,মোঃ রাফিদুল হক রাফিদ,মোছাঃ রুবাইয়া রশিদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Leave a Reply