এই রোদ এই বৃষ্টি, এমনটাই চলছে এখন। এই আবহাওয়ায় শরীর কখনো ঘামে ভিজে থাকে নতুবা বৃষ্টির পানিতে৷ ফলে ত্বক ও চুলের যত্নে প্রয়োজন হয় বাড়তি কিছুর।
বৃষ্টির পানিতে একধরনের অ্যাসিড থাকে। দীর্ঘ সময় চুলে এই পানি লেগে থাকলে চুলের ক্ষতি হয়। এ ছাড়া ঘামে ভেজা বা বৃষ্টির পানিতে ভেজা চুল দীর্ঘ সময় ধরে না শুকানোর ফলে মাথার ত্বকে স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়। যাতে একধরনের ছত্রাকের জন্ম হয়ে পরবর্তী সময়ে চুলের গোড়ায় সংক্রামণ হয়, খুশকি হয়, চুল পড়ে যায়, চুলের আগা ফেটে যায়, রুক্ষ হয়ে পড়াসহ নানা সমস্যা দেখা দেয়।
বৃষ্টির দিনে বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি থাকে যে ত্বক ও চুলের উপরে এর দারুণ প্রভাব পড়ে। বর্ষাকালে কিছু নিয়ম মেনে চললে ত্বক-চুল সুস্থ ও সুন্দর থাকবে। যেমন-
১)চুল সবসময় শুকনো রাখা;
২) নিয়মিত শ্যাম্পু করা।
৩) কন্ডিশনার ব্যবহার করা।
৪) বেশিক্ষণ বেধে না রাখা।
চুলের পাশাপাশি এ সময় ত্বকেরও কিছু যত্ন নিতে হয়।কারণ এই আদ্র পরিবেশে ত্বকে তৈরি হতে পারে ফাঙ্গাস।
১. দিনের বেলায় ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করবেন।
২. প্রতিদিন সানস্ক্রিন লোশন ব্যবহার করা উচিত।
৩.. বর্ষার মৌসুমে বাতাসে বেশি পরিমাণে আর্দ্রতা থাকে। তাই মুখের ত্বক, শরীরের ত্বকের তুলনায় অনেকটাই শুষ্ক থাকে।তাই ভালোভাবে যত্ন নেয়া উচিত।
মডেল- রিতা
Leave a Reply