বাংলাদেশের জুট ভর্তি একটি ট্রাক কুষ্টিযা – ট-১১-১০৭৪ বেনাপোল চেকপোস্ট সীমান্তের দিকে প্রত্যাগমন কালে পোর্ট থানার সামনে ভারতীয় ড্রাইভার শ্যাম সুন্দর ও আজিজ ইয়েদা রাস্তা ক্রসিং এর সময় শ্যাম সুন্দর ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনা স্থলে মারা গেছে।
আজ ১৬ অক্টোবর (রবিবার) সকাল ৭ টার সময় বেনাপোল পোর্ট থানার সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল হতে জুট ভর্তি ট্রাকসহ হেলপার শিলন হোসেন(২২) আটক করেছে।
ঘাতক শিলন চুয়াডাংগা জেলা – আলম ডাংগা থানার- হাকিম পূর গ্রামের মিজানুর রহমান এর ছেলে।
নিহত শ্যাম সুন্দর (৫৭) ভারতের উত্তর প্রদেশ উমরালা, কসি কালাম, চচতা মতুরা ২৮১৪০৩ এর বাসিন্দা। নিচে ঠিকানার স্কিন শট দেওয়া আছে
নিহতের সহযোগি ভারতীয় ট্রাক ড্রাইভার আজিজ ইয়েদা বলেন বেনাপোল পোর্ট থানার ১০০ মিটার সামনে চা পান করার জন্য আমরা রাস্তা পারাপার এর সময় বাংলাদেশী একটি ট্রাকের চাপায় ঘটনা স্থলে শ্যাম সুন্দর নিহত নিহত হন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, ভোর ৬টা ৩০ মিনিটের সময় বাংলাদেশি ট্রাক পণ্য নিয়ে বন্দরে প্রবেশের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন ভারতীয় ট্রাক ড্রাইভার। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
Leave a Reply