বেড়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও ১ নং প্যানেল চেয়ারম্যান, বেড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক, জনপ্রিয় ছাত্রনেতা ইঞ্জিঃ মেজবাহ মোল্লা।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পাবনা জেলার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এর আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।
এ বিষয়ে ইঞ্জিঃ মেজবাহ বলেন “উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আমাদের নেতা।তিনি বর্ষিয়ান রাজনৈতিক ব্যাক্তিত্ব ছিলেন। আমি চেষ্টা করবো তার অপূর্ণ কাজগুলো সমাপ্ত করার। ”
উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মৃত্যুবরণ করেন।
Leave a Reply