পাবনা জেলার বেড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
বেড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সাংসদ আহমেদ ফিরোজ কবির এম.পি. এর উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারনে কর্মসূচীতে উপস্থিত হতে পারেন নি।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জি মেজবাহ মোল্লা,উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়কগণ সহ বেড়া উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইঞ্জিঃ মেজবাহ মোল্লা বলেন ” জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা বেড়া উপজেলার ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা বেশি বেশি গাছ লাগালে পরিবেশকে সুষ্ঠু এবং সুন্দর রাখতে পারবো।”
Leave a Reply