বোরো ধান ঘরে উঠানোর কাজে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী জেলার মোহনপুরের কৃষকেরা।
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কৃষকেরা বর্তমান সময়ে সব থেকে ব্যস্ত সময় পার করছেন।এই ব্যস্ততা বোরো ধান ঘরে উঠানোর জন্য।কৃষি নির্ভর এই দেশে মানুষের মৌলিক চাহিদা খাদ্যের অধিকাংশ যোগান দিয়ে থাকে দেশের উত্তরাঞ্চলের কৃষকেরা। উপজেলা কৃষি কর্মকর্তার বরাতে জানা গেছে এইবার বোরো ধানের মৌসুমে উপজেলায় গতবারের চেয়ে কম হলেও প্রচুর বোরো ধান আবাদ করা হয়েছে।
মোহনপুর উপজেলার অর্ন্তগত কেশরহাট অঞ্চলের কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে, গত বছরের থেকে চলতি বছরে ধানের উৎপাদন কিছুটা কম।কারন জানতে চাইলে কৃষকেরা জানান চলতি মৌসুমে ধানের ছড়া বের হওয়ার সময় ঝড়ে ধানের ছড়া গুলো নষ্ট হয়ে যায়।যার কারনে চলতি মৌসুমে ধানের উৎপাদন কিছুটা কম।যার কারনে এলাকার কৃষকদের কিছুটা লোকসান গুনতে হতে পারে।
এছাড়া দেশে চলমান করোনা পরিস্থিতি নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা।
Leave a Reply