আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ‘অশ্রু’ নামে একটি মাদক নিরাময় কেন্দ্র সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই মাদক নিরাময় কেন্দ্রে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক ছাড়াই মাদক নিরাময় কেন্দ্র ‘অশ্রু ‘চলছে। নিরাময় কেন্দ্রটি পরিচালনার জন্য কর্তৃপক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। সেখানে কোনো চিকিৎসকও নেই। এমনকি সাইকোলজির ওপর সনদ আছে, এমন কাউকেও পাওয়া যায়নি মাদক নিরাময় কেন্দ্রটিতে। সেজন্য প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।
Leave a Reply