নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৫ চেয়ারম্যান ও ৬০ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা ১১টায় নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক শামীম আহমেদ। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নাদিম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনএসআই এর উপ পরিচালক নুরুল আলম খান এবং নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহসীন।
শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপর ভূমিকায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। জনগনের আশা আকাংখার প্রতিফলন ঘটাতে নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ কাজ করে যাবেন। ইউনিয়ন পরিষদ সরকারের উন্নয়ন কর্মসূচী যথাযথভাবে বাস্তবায়নে ভূমিকা রাখবেন।
এদিকে একই সময়ে বড়াইগ্রাম উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের ৬০জন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যকে শপথ বাক্য পাঠ করার উপজেলা নির্বাহী অফিসার মারিয়াম খাতুন। এ সময় উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নিবার্চন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হাসিব বিন সাহাব ও অপর রিটার্নিং অফিসার উজ্জল কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।
Leave a Reply