নাটোরের বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল বাজারে এনআরবিসি ব্যাংকের ৯০ তম শাখা উদ্বোধন করা হয়েছে।
রোববার ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এনআরবিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল হেড রাজশাহী ও রংপুর রিজনাল নুরুল হাবিবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব-উল-হক বাচ্চু, ব্যাংকের মিরপুর শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল ওয়াদুদ (রাজা) বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের বড়াইগ্রাম শাখা ব্যবস্থাপক আরেফিন হায়দার।
এসময় বড়াইগ্রাম সাব রেজিস্ট্রার কানিজ ফাতেমা, জেলা পরিষদের সদস্য আবুল কালাম জোয়ার্দার, কাউন্সিলর জাহিদুল ইসলাম, আব্দুস সামাদ, দিল মোহাম্মদ, ফজলুর রহমান, শিক্ষক তোজাম্মেল হক হীরা, ব্যবসায়ী আবু হানিফ প্রধান, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী, প্রচার সম্পাদক মতিউর সুমন, আসাদুল ইসলাম আসমত উপস্থিত ছিলেন।
Leave a Reply