নাটোরে বড়াইগ্রামের বনপাড়া খাদ্য গুদামে গম ক্রয় অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম এ অভিযান উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস, চালকল মালিক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সম্পাদক আবু বকর সিদ্দিক, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদস্য সচিব মো. জামিল হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে আগামী ৩০ জুন পর্যন্ত। ২৮ টাকা কেজি দরে এক হাজার ৩১৮ মেট্রিকটন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply