নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে মাথা গোঁজার ঠাঁই হিসাবে পাকা গৃহ পেয়েছে ৬৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে এসব গৃহ হস্তান্তর করেন।
এ উপলক্ষ্যে মঙ্গলবার বড়াইগ্রাম সদর ইউনয়িনের উপলশহর গ্রামে আয়োজিত গৃহ হস্তান্তর অনুষ্ঠানে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, ইউপি চেয়ারম্যান মমিন আলী, নীলুফার ইয়াসমিন ও তোজাম্মেল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবীবা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাসুদ রানা মান্নান, ইউপি সদস্য নুর ইসলাম সিদ্দিকী, আওয়ামীলীগ নেতা শাবান মাহমুদ ও আলতাফ মাহমুদ বক্তব্য রাখেন।
উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা যায়, সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এখানে ৬৯টি পরিবারের জন্য পাকা গৃহ নির্মাণ করা হয়েছে। উপকারভোগীদের জীবনমান সুন্দর করতে বিদ্যুৎ সংযোগ প্রদান, সুপেয় পানি ও স্যানিটেশনের ব্যবস্থাও করা হয়েছে। প্রতিটি গৃহে দুটি শয়ন কক্ষ, একটি টয়লেট, রান্না ঘর, কমনস্পেস ও একটি বারান্দা। অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য বিনামূল্যে চৌকিও প্রদান করা হয়েছে।
Leave a Reply