নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ প্রতিপাদ্যে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ইউএনও মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ, আলফা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপক আবু শামা ও উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বীমা দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে পুরষ্কৃত করা হয়। এর আগে বীমা কর্মী ও অতিথিদের একটি অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
Leave a Reply