নাটোরের বড়াইগ্রামে আত্নীয়ের জানাজায় যাবার পথে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে আবু তালেব (৭১) নামে একজন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন। শনিবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার লাথুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহতরা হলেন-একই পরিবারের রোকেয়া বেগম (৬৪), রাবেয়া পারভীন (৪০) ও বড়াইগ্রামের ফুলবতী গ্রামের রানা আহমেদ (৩২)।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে তারা বড়াইগ্রামের বনপাড়ায় উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিকা বেগমের (৬৫) লাশ দাফনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী প্রাইভেট কারের সংঘর্ষ ঘটে। এতে চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেখানে আবু তালেব মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, চালক-হেলপার পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
Leave a Reply