নাটোরের বড়াইগ্রামের বাঘাইট গ্রামে ডোবার পানিতে ডুবে হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি সংলগ্ন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হাসান বাঘাইট গ্রামের মোঃ নুর হোসেনের ছেলে।
নগর ইউনিয়নের ইউপি সদস্য আলম হোসেন জানান, মঙ্গলবার বিকালে হাসান বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এ সময় তার মা রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে আশেপাশে খুঁজেও তাকে পাননি। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে বাড়ির পাশের ডোবার ধারে হাসানের স্যান্ডেল দেখতে পান স্বজনরা। পরে ডোবায় নেমে হাসানের লাশ পান তারা। এ ঘটনায় নিহতের স্বজনসহ গ্রামবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
Leave a Reply