নাটোরের বড়াইগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এবং দুটিতে আওয়ামীলীগ দলীয় বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হাসিব বিন শাহাব এ ফলাফল ঘোষণা করেন।
বেসরকারী ভাবে প্রাপ্ত ফলাফলে বড়াইগ্রাম সদর ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মমিন আলী (নৌকা) ১২ হাজার ৬২৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে তৃতীয়বারের মত বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী এসএম মাসুদ রানা মান্নান (ঘোড়া) পেয়েছেন ১০ হাজার ৫৩৬ ভোট। জোনাইল ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (ঘোড়া) ১১ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান তোজাম্মেল হক (নৌকা) পেয়েছেন ৮ হাজার ৬৫৪ ভোট। নগর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মোস্তফা শামসুজ্জোহা (ঘোড়া) ১৪ হাজার ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত নীলুফার ইয়াসমিন ডালু (নৌকা) পেয়েছেন ৯ হাজার ৫৫৭ ভোট।
চান্দাই ইউনিয়নে ৮ হাজার ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহনাজ পারভীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনিসুর রহমানের প্রাপ্ত ভোট ৫ হাজার ৩৮৫। গোপালপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক ৮ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী আব্দুস সালাম খানের প্রাপ্ত ভোট (চশমা) ৬ হাজার ৬৯১।
Leave a Reply