নাটোরের বড়াইগ্রামের ধানাইদহ কাজল-স্বর্ণা ফিলিং স্টেশনে তেল কম দেয়ায় আর্থিক জরিমানা ও একটি মেশিন সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতি লিটারে তেলের পরিমাণ কম দেওয়ার অপরাধে ফিলিং স্টেশনের মালিক খালিদ মোশারফকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় নগর ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালুসহ বিএসটিআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম জানান, তেলে কারচুপি করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং জরিমানা করা হয়। আগামীতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, বুধবার এ ফিলিং স্টেশনে মাপে তেল কম দেয়ার প্রতিবাদ করলে এক পরিবহণ শ্রমিককে মারপিট করা হয়। এর প্রতিবাদে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
Leave a Reply