নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় শাহীন হোসেন (৩৫) নামের এক ট্রাক চালকের সহকারী নিহত হয়েছে। বৃহস্পতিবার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন যশোর জেলার শার্শা উপজেলার বসতপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানা সুত্রে জানা যায়, ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৩৫৮৯) লাথুরিয়া এলাকায় মহাসড়কের পাশে বিকল হয়ে পড়ে। এ সময় চালকের সহকারী ট্রাকের পেছনে গিয়ে মেরামতের চেষ্টা করছিলেন। এ অবস্থায় অপর ট্রাক (যশোর ট ১১-৪৩৫৩) পিছন থেকে এসে বিকল ট্রাককে ধাক্কা দেয়। এতে চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যায়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম, দুর্ঘটনায় কবলিত দুটি ট্রাক আটক করা হয়েছে। দুই ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply