নাটোরের বড়াইগ্রামে পাটের জমি থেকে আব্দুস সামাদ খান (৬৮) নামে এক চা দোকানীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার দক্ষিণ মৃধাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুস সামাদ দক্ষিণ মৃধাপাড়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আসার পর আব্দুস সামাদ আর বাড়ি ফেরেননি। রাতে তার স্বজনরা আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। বৃহস্পতিবার দুপুরে কয়েকজন কিশোর স্থানীয় মসজিদের পিছনে গাছ থেকে আম পাড়তে গিয়ে লাশটি দেখতে পায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রাশেদুল ইসলাম বলেন, তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত বিষয় জানা যাবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply