নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও নাবী পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক পর্যায়ে প্রণোদনা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের হাতে প্রণোদনার সার, বীজ ও ফসলের পরিচর্যা ব্যয়ের অর্থ হস্তান্তর করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা ও জেলা পাটচাষী সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা জানান, উপজেলার ৬০ জন কৃষকের প্রত্যেককে এক বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে এক কেজি করে বীজ, ২০ কেজি করে এমওপি ও ডিএপি সার এবং পরিচর্যার খরচ বাবদ জনপ্রতি দুই হাজার ৮০০ টাকা এবং নাবী পাট উৎপাদনে ২০ জন কৃষককে আধা কেজি করে বীজ ১০ কেজি করে এমওপি, ডিএপি ও ইউরিয়া সার এবং পরিচর্যা বাবদ জনপ্রতি দুই হাজার ৩০০ টাকা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষি-বান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারের মূল্য হ্রাস ও সহজলোভ্যতা, উন্নত বীজ ও প্রযুক্তি সরবরাহ, কৃষি যান্ত্রিকীকরণ, সেচে ভর্তুকি প্রদান ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, কৃষি প্রণোদনা প্রদান ইত্যাদি কার্যক্রমের ফলে খাদ্য থাটতির দেশ থেকে আমরা খাদ্য রপ্তানীকারক দেশে পরিণত হয়েছি।
Leave a Reply