নাটোরের বড়াইগ্রামে বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিনসহ আলতাফ হোসেন ভোলন (৩৫) নামে একজনকে আটক করেছে র্যাব-৫।
শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নগর ইউনিয়নের কয়েন পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ভোলন কয়েন গ্রামের আবুল হোসেনের ছেলে।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দোগাছি গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। এ সময় অবৈধ অস্ত্র সংরক্ষণের অভিযোগে ভোলনকে আটক করা হয়। ভোলন অবৈধ আগ্নেয়াস্ত্রটি অবৈধভাবে সংগ্রহ করে অপরাধমুলক কর্মকান্ড করার জন্য নিজের কাছে রেখেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে তিনি জানান। পরে তাকে অস্ত্রসহ থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply