নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে জেলা মটর মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ওসি মশিউর রহমানের সভাপতিত্বে উপ-পরিদর্শক ফিরোজ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা।
এ সময় অন্যদের মধ্যে জেলা মটর মালিক সমিতির সভাপতি আব্দুল করিম, সহ-সভাপতি রওশন খাঁ, দপ্তর সম্পাদক গাজী সাহিদুল ইসলাম ও অফিস সহকারী জুমর আলীসহ স্থানীয় মটর মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে ওসি মশিউর রহমান বলেন, হাইওয়ে পুলিশের কোন সদস্য চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে না। এছাড়া শ্রমিক সংগঠনের কোন সদস্য বা যে কেউ চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply