নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে জনি আহম্মেদ (২৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছে।
সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত জনি উপজেলার খোর্দ্দ কাছুটিয়া গ্রামের মিন্টু ব্যাপারীর ছেলে।
জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ জানান, গত শনিবার জনি বাড়ি থেকে মোটরসাইকেলে তার বন্ধুর বাড়ি হারোয়াতে যাচ্ছিল। পথে বনপাড়া-গোপালপুর সড়কের হারোয়া এলাকায় পৌঁছলে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলমান ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার জনি মারা যায়।
Leave a Reply