নাটোরের বড়াইগ্রামে সরকার ঘোষিত সারাদেশে লকডাউন ২য় পর্যায় কার্যক্রমে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার সকালে উপজেলার বনপাড়া পৌর বাজারে উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি বাজারের বিভিন্ন দোকানে, হোটেলে, মার্কেটে জনসাধারনকে লকডাউন কার্যক্রম মেনে চলতে সবাইকে অনুরোধ জানান।
অন্যদিকে বড়াইগ্রাম পৌর সদর লক্ষীকোল বাজারে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে লকডাউন বাস্তবায়নের জনসচেতনতা ও হ্যান্ড মাইকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
উল্লেখ্য সরকার সারাদেশে ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। লকডাউনে উল্লেখিত স্বাস্থ্যবিধি অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ার করা হয়েছে।
Leave a Reply