নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল (৪২) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক ঢাকা জেলার ডেমরা উপজেলার বামৈল গ্রামের মৃত ঈমান উদ্দিন মাতব্বরের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানা সুত্রে জানা যায়, মহিষভাঙা এলাকায় ঢাকা থেকে ঈশ্বরদীগামী কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ট ২০-৯৮০৪) সঙ্গে রাজশাহী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো ম ১১-৪৬৮৩) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালকসহ চারজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক মোস্তফা কামালকে মৃত ঘোষনা করেন। নিহত চালকের সহকারী আমির হামজা (২১) সহ আহত অপর তিনজন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক এবং কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply