নাটোরের বড়াইগ্রামে অটো রাইস মিলে কর্মরত স্বামীকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে বালু বোঝাই ড্রাম ট্রাকের চাপায় হাসনা বেগম (৪৪) নামে এক গৃহবধু নিহত হয়েছেন।
রবিবার সকালে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসনা বেগম গড়মাটি গ্রামের বাক প্রতিবন্ধী আরশেদ আলীর স্ত্রী। এ ঘটনায় পুলিশ ট্রাক চালক মোঃ শিবলু (৩০) কে আটক করেছে। আটক শিবলু পাবনার ঈশ্বরদী উপজেলার দিয়াড় বাঘাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানা সুত্রে জানা যায়, সকালে হাসনা বেগম গড়মাটি মেসার্স রশিদ অটো রাইস মিলে কর্মরত স্বামীকে খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। চলমান যানবাহনের কারণে মিলের সামনেই তিনি মহাসড়কের পাশে রাস্তা পার হওয়ায় অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঈশ্বরদী থেকে নাটোরগামী একটি বালু বোঝাই ড্রাম ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, চালকসহ ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply