নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত ট্রাক চালক আরিফুল ইসলাম গাজী (৩২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার সকাল সাতটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত আরিফুল ইসলাম গাজী উপজেলার রয়না মহল্লার মৃত মতিউর রহমান (আসলাম) গাজীর ছেলে।
বড়াইগ্রাম পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ওয়াজেদ আলী জানান, প্রায় ১০ দিন আগে ময়মনসিংহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক আরিফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Leave a Reply