নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাজেদুল বারী নয়ন (নৌকা) ১১ হাজার ৫৮৯ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক মেয়র ইসাহাক আলী পেয়েছেন এক হাজার ৩৪৩ ভোট। রোববার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে এক নম্বর ওয়ার্ডে ফজলুল করিম ফজের, দুই নং ওয়ার্ডে লিটন, তিন নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, চার নং ওয়ার্ডে আব্দুল আজিজ জোয়াদ্দার,পাঁচ নং ওয়ার্ডে মোতালেব হোসেন, ছয় নং ওয়ার্ডে দিল মোহাম্মদ, সাত নং ওয়ার্ডে আব্দুস সামাদ সরকার, আট নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম ও নয় নং ওয়ার্ডে ওয়াজেদ আলী প্রধান কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এছাড়া এক নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে পারুল বেগম, দুই নং ওয়ার্ডে মিনারা খাতুন ও তিন নং ওয়ার্ডে রাণী বেগম কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
Leave a Reply