বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে বঙ্গবন্ধু’র ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ভার্চুয়াল বক্তব্য রাখেন।
পৌর মেয়র মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে ও পৌর সচিব জালাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন – উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, বড়াইগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, ইনস্পেক্টর (তদন্ত) আঃ রহিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহাবুব উল হক বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল বারেক, শ্রমিকলীগের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সরদার ও কলেজ ছাত্রলীগের সম্পাদক নিলয় সরকার নাসিম।
সভায় ১৫ আগষ্টে ঘাতকের গুলিতে বঙ্গবন্ধুসহ শাহাদৎবরণকারী সকল শহীদদের স্বরণে বিশেষ মোনাজাত করা হয়। পরে তিনশ জন এতিম শিশুহ পৌর এলাকার ৩ হাজার দুস্থ- অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Leave a Reply