ছোট থেকেই গুঁড়ি গুঁড়ি পায়ে বাবার হাত ধরে সন্তানেরা হাটা শুরু করে। এরপরে সেই সন্তানকে বড় করে তোলার পেছনে অনেক কষ্ট করে বাবা-মা’র। কিন্তু জীবন সংগ্রামেও থেমে থাকে না বাবা-মায়ের সেই ভালোবাসা।তার প্রমাণ পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ির একটি ছবি।
ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে বাবা-ছেলের একটি ছবি। সেটি দেখে নেট জনতার একটাই মতামত, বাবা বুঝি এমনই হয়।
ছবিতে দেখা যায় এক বাবা তার সন্তানকে কাঁধে নিয়ে হাটছেন, সাথে হাঁটছেন মাও। আর এমন ছবি শেয়ার করতেই সেটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
ছবিটি তুলেছেন পানছড়ির মামুন উদ্দিন (প্রকৃতি মামুন)। তিনি একজন ব্যবসায়ী। ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “বাবা’রা এমনই হয় ।”
ছবিটির ব্যাপারে জানা যায়, এটি পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাজারে যাওয়ার পথে তোলা হয়েছে।
Leave a Reply