কবিতাঃ ভাইয়ের জন্মদিন
ভাদ্র মাসের ১২ তারিখ
ইংরেজিতে আগস্ট
জানি এই দিনটিতেই
আমার ভাইয়ের প্রকাশ।।
সুখে থেকো ভালো থেকো
করি এই কামনা ।
দূরে আমি থাকি বলে
ভুলে যেও না।।
জীবন সঙ্গীকে নিয়ে
থাকো বড় সুখে,
দুঃখ যেন না ছোঁয়
তোমার দুটি আঁখিতে।।
শক্ত করে হাত দুটি
যত্নে গড়ো দেশ,
স্বপ্ন টাকে সত্যি করায়
রেখো প্রত্যাশা বেশ।।
ভুল হলে বকে দিও
তবুও যেও না দূরে,
ছোট্ট বোনের ইচ্ছেটা
মনে রেখো সযত্নে ।।
জন্মদিনের শুভেচ্ছায়
হয় না তো বলা শেষ,
তবুও শুরু করলেও
করতে হবে শেষ।।
প্রার্থনা করি সুস্থ থেকো
যেখানেই থাকো,
দূরে থেকেও চোখের আড়াল
করো না কখনো।।
ইচ্ছে শুধু এটুকু
সর্বদাই থেকো ভালো,
আপাতত নিচ্ছি বিদায়
সময় হোক, বলবো পরে কখনো।।
লেখিকাঃ ফরিদা পারভীন
Leave a Reply