“Veterinary response to the Covid-19 crisis” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব ভেটেরিনারি দিবস। করোনা মহামারির জন্য ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং এই উপলক্ষ্যে ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোশিয়েশন (ভিএসএ) অনলাইন প্ল্যাটফর্ম জুমে এক আলোচনা সবার আয়োজন করে।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির অন্তবর্তীকালীন ভিসি(রুটিন দায়িত্ব) প্রফসের ড.স্বদেশ চন্দ্র সামন্ত। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.আবদুল জব্বার সিকদার, কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা.কে এইচ এম নাজমুল হোসেন নাজির।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অনুষদীয় ডিন প্রফেসর ডা.আহসানুর রেজা, প্রফসের ডা.এ কে এম মোস্তফা আনোয়ার, প্রফেসর ডা.ফারজানা ইসলাম রুমী,প্রফেসর ডা.জাহাঙ্গীর আলম এবং অনুষদের প্রাক্তন ডিন প্রফেসর ডা.রুহুল আমিন।
প্রদান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্যোগময় এই অবস্থার মধ্যেও ভেটেরিনারিয়ানরা প্রাণি স্বাস্থ্যসেবা এবং তাদের সুরক্ষায় নিজেদের জীবন বাজি রেখে যে অবদান রেখে যাচ্ছে তা অনবদ্য”। করোনা গবেষনায় ভেটেরিনারিয়ানদের ভূয়সী প্রশংসা করেন তিনি।মানবজাতির অগ্রগতিতে ভেটেরিনারিনারিয়ানরা আরো অবদান রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
কি নোট স্পিকার প্রফেসর ডা.কে এইচ এম নাজমুল হোসেন নাজির করোনায় ভেটেরিনারিনারিয়ানদের ভূমিকা, গবেষনা এবং সামগ্রীক বিষয় নিয়ে গবেষনা পত্র উপস্থাপন করেন।
এছাড়াও বক্তারা কোভিড-১৯ শনাক্ত, ভ্যাক্সিন গবেষণায় ভেটেরিনারিয়ানদের রোল মডেল হিসেবে আখ্যায়িত করেন। করোনা কিট শনাক্তকরনে ডা.বিজন কুমার শীলের উদ্ভাবিত টেস্ট এবং ভ্যাক্সিনের কার্যকারিতা গবেষনায় চট্রগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকবৃন্দের ভূমিকার প্রশংসা করেন।বক্তারা আশাবাদ ব্যক্ত করেন পাবলিক হেলথ সুরক্ষায় সরকারি বেসরকারি পর্যায়ে সবাই এগিয়ে আসবে।। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি প্রফেসর ডা.আহসানুর রেজা এবং সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস পিয়ালের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়
Leave a Reply