বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্য বিরোধী প্রচারণায় বিএনপি, জামায়াত, শিবির ও হেফাজতের উস্কানি দেয়ার ধৃষ্টতার প্রতিবাদে মোল্লাহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতার মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও ভাস্কর্য বিরোধী প্রচারণায় বিএনপি, জামায়াত, শিবির ও হেফাজতের উস্কানি দেয়ার ধৃষ্টতার প্রতিবাদে মোল্লাহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বার রবিবার সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,মোল্লাহাট উপজেলা কমান্ড, বাগেরহাটের আয়োজনে মোল্লাহাট উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিতো হয়। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন-বারেগরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন, উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, আ’লীগ নেতা মোল্লা হাসান আলী হায়দার, আবুল বাশার মোল্লা, ইউপি চেয়ারম্যান হায়দার মামুন, শেখ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম ছিনু, বীরমুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান মিয়া, আটজুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফুল্য কুমার মন্ডলসহ উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাবৃন্দ।
Leave a Reply