ভেড়ামারার গোলাপনগরে আরএফএল’র এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই শোরুমের উদ্বোধন করেন মেসাস মাহাবুব ট্রেডার্সের প্রোপাইটার মোঃ মাহাবুব উর রহমানের মাতা মোছাঃ রেহনা খতুন। ভেড়ামারা থানার গোলাপনগর বাজার সংলগ্ন রেহেনা ভিলার নিচ তালায় মাহাবুব ট্রেডার্সের তত্বাবধানে এই শোরুম উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম
নির্বাহী পরিচালক আরএফএল প্লাস্টিক লিমিটেড।
মোঃ রাশিদুল হাসান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আরএফএল এক্সক্লুসিভ শোরুম।মহাবুব ট্রেডার্সের প্রোপাইটার মোঃ মাহাবুব উর রহমান।
শোরুমের সহকারী ম্যানেজার জানান, গোলাপনগরে আরএফএল’র সামগ্রীর প্রচুর চাহিদা আছে। এই সকল পণ্য বিভিন্ন দোকানগুলো থেকে তাদের কিনতে হয়। কিন্তু শোরুম হবার কারণে খুব সহজেই ক্রেতারা তাদের পছন্দের সামগ্রী কিনতে পারবে। শোরুম থেকে পণ্য কিনলে তারা সঠিক পণ্য ও সঠিক মূল্য পাবেন। আরএফএল সামগ্রীকে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়াই তাদের লক্ষ্য।
Leave a Reply