ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকদের নামে মিথ্যা মামলা এবং ক্লাবের একাধিক সাংবাদিকদের নামে উকিল নোটিশ পাওয়ায় এক জরুরী আলোচনা সভা ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ও এবিসি ন্যাশনাল নিউজ এর ভারপ্রাপ্ত সম্পাদক আফতাব পারভেজ, দৈনিক মুক্তমঞ্ছ পত্রিকা ও নগর টিভির ভেড়ামারা প্রতিনিধি ইয়াছির আরাফাত মিফতা, কুষ্টিয়া বার্তা পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ইয়াছির রহমান নোমান, দৈনিক হালচাল পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ, দৌলতপুর বার্তার ভেড়ামারা প্রতিনিধি মন্টু রহমান, দৈনিক হালচাল নিউজ এর স্টাফ রিপোর্টার জাকির হোসেন মিথুন, তৌহিদ সরোয়ার, সাজেদুল, পিয়ার আলী, সাধনা রাণী, শামীমা ইয়াসমিন, জাহাঙ্গীর, রনি, সাজ্জাদ প্রমূখ। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের নামে মিথ্যা মামলা ও একাধিক উকিল নোটিশ পাওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়।
পরিশেষে সবাই শপথ নেন যে, মিথ্যা মামলা, উকিল নোটিশ করে আমাদের কলম কে দমানো যাবে না। অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে আমরা সবসময় আছি এবং থাকবো। আমরা সততার সাথে সাংবাদিকতা করবো, সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। সমাজের দূর্নীতি তুলে ধরাসহ নানাবিধ বিষয় নিয়ে ও আলোচনা করা হয়। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয় এবং ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব কে একটি ব্যতিক্রমধর্মী মডেল আদর্শ প্রেসক্লাবে রুপান্তরিত করা হবে। জাতীয় অনলাইন প্রেসক্লাব, কুষ্টিয়া জেলা অনলাইন প্রেসক্লাব, উপদেষ্টা মন্ডলী এবং ক্লাবের লিগাল এডভোকেট দের সাথে আলোচনা সাপেক্ষ মিথ্যা মামলার এবং একাধিক উকিল নোটিশ এর প্রতিবাদে শীঘ্রই কর্মসূচি ঘোষণা করা হবে।
Leave a Reply