ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার করোনায় আক্রান্ত ব্যক্তিসহ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার করোনায় আক্রান্ত ব্যক্তিসহ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। উপজেলার ধরমপুর এলাকার ০৪ জন করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে ও কিছু দরিদ্র চায়ের দোকানদারদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। এছাড়া , উপজেলার পৌর বাজার, কলেজ বাজার, সাতবাড়ীয়া, কাজীহাটা, ধরমপুর ও স্বরুপের ঘোপ, পাটুয়াকান্দি, বার মাইল, দশ মাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ৫ টি মামলায় ৯ জনকে মোট ৯,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।
লকডাউন চলাকালীন অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা
Leave a Reply