কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জমাদিসহ ২ জন জুয়ারি গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতাপ কুমার সিংহ জানান ১৫/১১/২২ তারিখ রাত্রি অনুমান ০১ঃ৪৫ ঘটিকার সময় ভেড়ামারা থানাধীন হিসনা ব্রীজ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের সূত্র ধরে ভেড়ামারা থানার উপ পুলিশ পরিদর্শক ( ভারপ্রাপ্ত কর্মকর্তা ) প্রতাপ কুমারের নির্দেশে এসআই বিশ্বজিৎ কুমার অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জমাদিসহ ২ জন জুয়ারিকে গ্রেফতার করেন এবং পুলিশের অভিযান টের পেয়ে ৭ থেকে ৮ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী১। মোঃ সাহাবুল (৩৫),পিতা-মোঃ মোশাররফ হোসেন, সাং -খাদিমপুর,থানা-মিরপুর, এবং২। মোঃ দিলু মিয়া (৪৫),পিতা-মৃত রুস্তম আলী,সাং বামনপাড়া,(পৌর ৯নং ওয়ার্ড), থানা – ভেড়ামারা, উভয় জেলা কুষ্টিয়াদের হেফাজত থেকে জব্দ করা হয় খুচরা
২০৬৫টাকা, যার ২ টা ১০০ টাকার নোট, ১৭টি ৫০ টাকার নোট,৩৩টি ২০ টাকার নোট, ৩০টি ১০ টাকার নোট এবং ১১টি ৫ টাকার কয়েন এবং ২ সেট ডন লেখা তাসের বান্ডিল, ৩টা মেঝেতে বসার পাটি, ১৭টি জুতা সেন্ডেল।
দীর্ঘদিন পর জুয়ারিদের ধরায় সুশীল সমাজ থানা পুলিশ কে ধন্যবাদ জানিয়েছেন এবং অভিযান চলমান রাখার আহবান জানিয়েছেন।
এ বিষয়ে প্রতিবেদক কে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ এর দায়িত্ব পালনকারী উপ পুলিশ পরিদর্শক প্রতাপ কুমার সিংহ বলেন, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে যার মামলা নং-৫, ধারা- ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪।
মাননীয় রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে পুলিশী অভিযান চলমান থাকবে। জুয়া মাদক সহ সন্ত্রাস দমনে সর্বোচ্চ তৎপরতা অব্যাহত থাকবে। আপনাদের আশপাশে জুয়া, মাদক, কিশোর গ্যাং ইভটিজার ইত্যাদির বিষয়ে তথ্য পেলে থানা পুলিশকে জানানোর জন্য অনুরোধ রইল।
Leave a Reply