মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক “বীর নিবাস প্রকল্প ” এর শুভ উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে আজ সকালে উপজেলা অডিটোরিয়াম এ ভেড়ামারার ৯ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে বীর নিবাস এর চাবি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, সহকারী কমিশনার ভূমি রেকসোনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলম জাকারিয়া টিপু প্রমূখ।
যে সব বীর মুক্তিযোদ্ধারা বাড়ি পেলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, চর দামুকদিয়া, ভেড়ামারা। কামরুন্নাহার, (বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল গনির স্ত্রী), পূর্ব নওদাপাড়া, ভেড়ামারা। ফরিদা খাতুন,( বীর মুক্তিযোদ্ধা মৃত হোসেন সরদার এর স্ত্রী), মহারাজপুর, গোলাপনগর, ভেড়ামারা।
নাছিম (বীর মুক্তিযোদ্ধা মৃত জাফর আলীর পুত্র ) , কাজিহাটা, ধরমপুর, ভেড়ামারা। বীর মুক্তিযোদ্ধা পিয়ার আলী শেখ, বামনপাড়া, ভেড়ামারা। আম্বিয়া খাতুন, (বীর মুক্তিযোদ্ধা মৃত তফিজ উদ্দিন এর স্ত্রী), গোসাইপাড়া, বাহাদুরপুর, ভেড়ামারা।বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ, ১২ মাইল, পশ্চিম বাহিরচর ইউনিয়ন, ভেড়ামারা।বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, পূর্ব নওদাপাড়া, ভেড়ামারা। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ক্ষেমিরদিয়ার, ভেড়ামারা, কুষ্টিয়াআয়োজনে উপজেলা প্রশাসন, ভেড়ামারা, কুষ্টিয়া।
Leave a Reply