কুষ্টিয়ার ভেড়ামারায় আজ সোমবার বিকেল চারটার সময় উপজেলা অডিটোরিয়াম রুমে মিডল্যান্ড ব্যাংক ভেড়ামারা শাখার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা প্রোগ্রামের উদ্যোগ ১১৭ জন হতদরিদ্র কোভিদ ১৯ এর ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে আছে চাউল, আটা,তেল, লবণ,চিনি, সাবান হ্যান্ড স্যানিটাইজার সহ প্রতিটি বস্তায় ১৮০০ টাকা খাদ্য সামগ্রী আছে প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহি অফিসার দীনেশ সরকার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল,ভেড়ামারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান,মিডল্যান্ড ব্যাংক ভেড়ামারা শাখার ম্যানেজার কে এম শফিকুর রহমান, মিডল্যান্ড ব্যাংক ভেড়ামারা শাখার অপারেশন ম্যানেজার হাসিবুর রহমান।
হতদরিদ্র আমেনা খাতুন জানায়, এই করোনা ভাইরাস এর মধ্যে আমার স্বামীর কোন কাজকর্ম নাই তাই আমরা এই মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পেয়ে আমি খুব খুশি। অপরদিকে মিডল্যান্ড ব্যাংক ভেড়ামারা শাখার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী ভেড়ামারা পৌরসভায় মেয়র এর উদ্যোগে বিতরণ করা হয়।
Leave a Reply