কুষ্টিয়ার ভেড়ামারায় রহিমা আফসার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার সকাল ১১ টায় ভেড়ামারা মধ্যবাজারে অবস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাবা-মায়ের নামের বিদ্যালয়টির ৪ তলা নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া ৩ আসনের মাননীয় এমপি মাহবুব উল আলম হানিফের বড় ভাই কানাডা প্রবাসী রবিউল আলম। পরে এক আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট আশরাফের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, সাবেক ডিআইজি এএইচ এম নুরউদ্দীন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল প্রমুখ।
Leave a Reply