ভেড়ামারা উপজেলার মির্জাপুর-জুনিয়াদহ মসজিদ মাদ্রাসার কোরআন শিক্ষার শিশু শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা প্রদাণ করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর ৩৫ জন শিশু ও কিশোর কোরআন শিক্ষার্থীদের প্রত্যেককেই ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদাণ করেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির হোসেন বুলবুল। তিনি তার ব্যাক্তিগত অর্থায়নে নির্মিত মসজিদ ও মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত করতে এ অর্থ সহায়তা প্রদাণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, জুনিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম শাহানুল হক, মির্জাপুর-জুনিয়াদহ জামে মসজিদের সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মোঃ সাবদার আলী, মসজিদের ইমাম আবুল কাশেম সহ স্থানীয় মুসল্লীগন ও অভিভাবক গন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, গোলাম রসূল এবং জহির হাসান নয়ন।
Leave a Reply