“মুজিবর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, পুলিশই জনতা, জনতাই পুলিশ ” এই স্লোগানে ভেড়ামারা থানার উদ্যোগে আজ শনিবার সকাল ১০টায় কমিউনিটি পুলিশং ডে-২১ পালিত হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ভেড়ামারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ভেড়ামারা থানার হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা-দৌলতপুর) সার্কেল মোঃ ইয়াছির আরাফাত, অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, ওসি (তদন্ত) জহুরুল ইসলাম, এস.আই.প্রকাশ রায়, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, সাধারণ সম্পাদক এস.এম. আবু ওবাইদা-আল-মাহাদী, বাহিরচর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং’র সভাপতি নজরুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলর বৃন্দ, পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য, গ্রামীণ পুলিশ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
Leave a Reply