ভেড়ামারা থানা পুলিশের অভিযানে প্রতারক ফারুক কে আত্মসাৎকৃত টাকাসহ উদ্ধার করেছে।
পুলিশ সুপার খায়রুল ইসলাম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা দৌলতপুর সার্কেল ইয়াছির আরাফাত এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মজিবুর রহমান এর নেতৃত্বে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই প্রকাশ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ভেড়ামারা থানার পশ্চিম বাহিরচর ১২ মাইল টিকটিকি পাড়ার মোজাম্মেল হক এর সন্তান ফারুক কে আটক করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায় গ্রেফতার কৃত ফারুক এর ১২ মাইল বাসস্ট্যান্ডে ফারুক স্টোর নামে দোকান ঘর আছে। গত ৭-৯-২১ সকালে আনুমানিক ১০.৩৩ এ ডিএস ও রবিন এর ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ৭ লক্ষ টাকা ই-মানি লাগবে বলে জানায় এবং ৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে মেসার্স আনিশা এন্টারপ্রাইজ এর ডিস্ট্রিবিউশন ম্যানেজার রাকিবুল বাদী হয়ে মামলা দায়ের করেন।যার মামলা নং ১১/১৯০, তারিখ ৯-৯-২১, ধারা- ৪০৬/৪২৯।
তদন্ত সাপেক্ষে অভিযোগের ভিত্তিতে নজরদারি তে ২২-৯-২১ এ ১২ মাইল হতে ফারুক হোসেন কে ভেড়ামারা থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। ফারুক এর নিকট আত্মসাৎ এর এর ৭ লক্ষ টাকার মধ্যে হতে ৩.৫০.০০০ টাকা উদ্ধার করা হয়। অবশিষ্ট টাকা উদ্ধার এর চেষ্টা চলছে। আসামি সত্যতা স্বীকার করেন। প্রাথমিক জিজ্ঞসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply