ভেড়ামারার কুচিমোড়া থেকে লাশ হয়ে ফিরলো ঈশ্বরদীর মেয়ে শাহিদা বেগম। আজ দুপুরে ঈশ্বরদী পৌর শহরের বিলপাড়ায় শাহীদার লাশ এসে পৌঁছে। শাহিদা বেগম ঈশ্বরদীর বিলপাড়ার মৃত আকাইলির মেয়ে।
ঘটনার বিবরণে জানা যায় সম্পর্ক করে বেশ কিছুদিন আগেই ভেড়ামারার কুছিমোড়ার সোহেলের সাথে বিয়ে করে সেখানে চলে যান শাহিদা বেগম। পরিবারের সাথেও ছিলো না তেমন যোগাযোগ।
শ্বশুরবাড়ির দাবি শাহিদা আত্মহত্যা করেছে।
শ্বশুরবাড়ির একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় শাহিদাকে উদ্ধার করে তার শ্বশুর বাড়ির লোকজন। এরপর পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়ায় পোস্ট মর্টেম করার জন্য পাঠায়।পরবর্তীতে লাশ শাহিদার ঈশ্বরদীর বিলপাড়ার বাড়িতে আনা হয়।
এদিকে শাহিদার পরিবারের লোকজনের দাবি মেয়েকে হত্যা করে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিলো মেয়েকে।কারন হিসেবে তারা বাড়ির দরজা না ভেঙেই ভেতরে প্রবেশ ও শরীরে একাধিক আঘাতের দাগকে চিহ্নিত করেছেন।
এদিকে সরেজমিনে গিয়েও নিহত শাহিদার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়।
Leave a Reply