কুষ্টিয়ার ভেড়ামারার দফাদার ফিলিং স্টেশনে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে দুজন শাহাজুল ইসলাম (৩০)ও বিজয়(৩২) মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।নিহতর বাড়ি দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামে বলে জানা যায়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরো চার জন।
শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান,ধরমপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক,ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
আগুন নিয়ন্ত্রনে ঘটনাস্থলে কাজ করছে ভেড়ামারা ফায়ার সার্ভিসের শরিফুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট।
প্রাথমিকভাবে জানা গেছে দুজনই ঐ ফিলিং স্টেশনে তেল কিনতে এসে ছিলো। তবে কিভাবে অগ্নিকান্ডের সুত্রপাত হয় তা তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
Leave a Reply