পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক টিকা নেওয়ার ১৮ দিনের মাথায় স্ব-পরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার সন্ধ্যায় প্রকাশিত নমুনা রিপোর্টে তাদের কোভিড-১৯ পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার স্কয়ার হাসপাতাল। তারা বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত ১১ মার্চ পিরোজপুর জেলা হাসপাতাল থেকে টিকা কার্যক্রমের আওতায় কোভিড-১৯ টিকা গ্রহণ করেন মেয়র ও তার পরিবার। করোনায় আক্রান্তরা হলেন পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক, তার সহধর্মীনি নিলা রহমান, মেয়ে ডাঃ নওরীন রহমান ও তার আত্মীয় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানাউল্লাহ সানা।
Leave a Reply