গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে মন্দির, পূজামণ্ডপ, হিন্দুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা, ভাংচুর অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ই অক্টোবর) বিকালে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি সংগঠনের আয়োজনে এই কর্মসুচী পালিত হয়।
মানববন্ধনে বক্তারা দেশব্যাপি চলা সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বার বার হিন্দুদের উপর আঘাত আসলেও রাষ্ট্র উল্লেখযোগ্য কোন ব্যবস্থা নেয়নি। সপ্তাহবব্যাপী দেশজুড়ে হিন্দুদের মন্দির, প্রতিমা, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক তান্ডপ চললেও প্রশাসন তড়িৎ কোন ব্যবস্থা নিতে পারেনি বলেও ক্ষোভ প্রকাশ করেন।
এতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সনাতন সমাজ কল্যান পরিষদের সভাপতি এড. বিধান কানুনগো, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য, শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব, সনাতন ছাত্র যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি স্বপন ভট্টচার্যী, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি খাগড়াছড়ি শাখার আহ্বায়ক প্রভাত তকলুকদার,খাগড়াছড়ি ইসকন অধ্যক্ষসহ প্রমুখ।
বক্তারা, অবিলম্বে ঘটে যাওয়া সকল সহিংস ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনাসহ ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদান ও পবিত্র কোরআন শরীফ অবমাননার সাথে জড়িতদের বিচারের দাবী করেন। পরে, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply