মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন বশেমুরবিপ্রবি প্রেসক্লাব।
আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম ইয়ামিনুল হাসান আলিফ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাকিব হাসান মেহেদী, কোষাধ্যক্ষ সিফাত রাকা, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন জিহান, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সজীব আহমেদ, কার্যকরী সদস্য এস এম মানিক সহ প্রেসক্লাবের সহযোগী সদস্য ফজলে রাব্বি, জান্নাতুল ফেরদৌস দিবা প্রমুখ।
Leave a Reply