লালমনিরহাট জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামে “জাগরণী তরুণপ্রজন্মের” উদ্যোগে নওদাবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একদিনের “ফ্রি মেডিকেল ক্যাম্পের” আয়োজন করেছেন ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য বিধি মেনে এলাকার গরীব অসহায় সকল স্তরের লোকের সেবা প্রধান করেছেন,এতে এলাকাবাসি কৃতজ্ঞতা স্বীকার করেছে এবং প্রতি মাসে ২-৩ বার এমন ফ্রি ক্যাম্পিং করা হোক, এমন দাবী জানিয়েছে।
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান, মোঃকামরুজ্জামান সুজন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশে আওয়ামী লীগের মহেন্দ্রনগর -ইউনিয়ন শাখার সভাপতি মোঃ তাহমিদুল ইসলাম বিপ্লব। এছাড়াও, উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মহেন্দ্রনগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হাবিব ।
মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন (অবসর প্রাপ্ত) শিক্ষক আফজাল হোসেন। এছাড়াও, “জাগরনী তরুণ প্রজন্ম মহেন্দ্রনগর লালমনিরহাট” এর অভ্যর্থনায় অনুষ্ঠান টি সফলভাবে সম্পূর্ণ হয়েছে।
Leave a Reply