আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে ভোট চাইতে মাটিরাঙা পৌরসভার নির্বাচনী মাঠে পানছড়ি উপজেলা আওয়ামীলীগ। মাটিরাঙা পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ শামছুল হক এর পক্ষে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তারা।
আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পৌর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। এ সময় তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
এসময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বাংলাদেশ সারাবেলা’কে বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নাই। নেতাকর্মীরা জনগণকে নৌকার বিজয় নিশ্চিত করতে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান।
এসময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল চৌধুরী (উজ্জল), সাবেক সাধারণ সম্পাদক জয়নাথ দেব সহ বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ পৌরসভার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাটিরাঙা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply